কিংস শারজায়, আবাহনী ঢাকায়

ফাইল ছবি
দেশের দুই শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী আন্তর্জাতিক ফুটবলের দুই স্তরের টুর্নামেন্টের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে। বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ’র এফসির বিপক্ষে লড়বে। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগের পরের স্তর এএফসি কাপের মূল পর্বে জায়গা করে নিতে ঢাকা আবাহনী খেলবে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে।
বসুন্ধরা কিংস আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। বাংলাদেশ সময় বিকেলে শারজায় পৌঁছেছে তারা। অন্য দিকে ঢাকা আবাহনী এএফসি কাপের প্লে অফ ম্যাচটি হোম। তারা ঢাকাতেই প্রস্তুতি গ্রহণ করছে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা ১৫ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়। এর পরের দিন সিলেটে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে লড়বে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
ঢাকা আবাহনী ঢাকায় অনুশীলন করছে অন্য দিকে সফরকারী দল সিলেটে ঘাম ঝরাচ্ছে। আজ ও আগামীকাল বিকেলে দুই ঘন্টা করে সিলেট বিকেএসপিতে অনুশীলন করবে ক্লাব ঈগলস। অন্য দিকে ঢাকা আবাহনী ম্যাচের ভেন্যু সিলেট পৌছাবে ১৪ আগস্ট।
এজেড/এইচজেএস