আফগান কোচের ব্যাখ্যায় মোরসালিনের মিস

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম


আফগান কোচের ব্যাখ্যায় মোরসালিনের মিস

বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে। মাঠের লড়াইয়ে অবশ্য সেটা আজ বোঝার উপায় ছিল না। জয়ের সুযোগটা ছিল বাংলাদেশেরই বেশি। ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগ মিস করেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। ম্যাচ না জেতায় বাংলাদেশ ফুটবলপ্রেমীদের কাঠগড়ায় তাই মোরসালিনের নাম।

তবে, প্রতিপক্ষ কোচ মোরসালিনের গোল মিসের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সে ভালো খেলেছে। ৫০ মিনিট স্প্রিন্ট করার পর সে খানিকটা ক্লান্ত। এজন্যই মিসটি হয়েছে।’ আফগানিস্তানের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি দক্ষিণ এশিয়ার ফুটবলে কাজ করছেন বেশ কয়েক বছর। বাংলাদেশ দলকেও তার চেনা। দুই বছর আগের তুলনায় এই দলের পার্থক্য নিরুপণ করলেন এভাবে, ‘আগে বাংলাদেশ দল জামাল নির্ভর ছিল। এখন জামালের বাইরেও বাংলাদেশ দল পরিকল্পনা করছে।’

আজকের ম্যাচে বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। এজন্য নিজেদের ভুলকেই দায়ী করছেন আফগান কোচ, ‘আমরা তিনটি ভুল করেছিলাম। সেই তিন ভুলই বাংলাদেশ সুযোগ পেয়েছিল। ’ তবে তার দলের খেলায় সন্তুষ্ট , ‘আমি আমার ছেলেদের খেলায় খুশি।।

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মুখেও বাংলাদেশ দলের প্রশংসা। তিনি ম্যাচ  পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমাদের দল ভালোই খেলেছে। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত।’

এজেড/জেএ

Link copied