মন্ত্রীর কাছে ফেডারেশনগুলোর দাবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম


মন্ত্রীর কাছে ফেডারেশনগুলোর দাবি

ছবি: সংগৃহীত

ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত সংগঠন জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। ক্রীড়াঙ্গনে তেমন কোনো সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় না এই ফোরামকে। হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে এই ফোরামের সভা হয়। সাম্প্রতিক সময়ে অন্য ইস্যুর তুলনায় বিদ্যুৎ বিল নিয়ে মূলত এই ফোরাম বেশ সক্রিয়।

আজ হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে ফেডারেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সাত সদস্যের একটি কমিটি গঠন হয়েছে। যে কমিটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে।

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুকে আহ্ববায়ক করা হয়েছে। ৯ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভা রয়েছে। সেই সভার পর এই সাত সদস্যের প্রতিনিধি দল ফেডারেশনগুলোর অভাব-অভিযোগ তুলে ধরবে। 

মূলত বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের যুদ্ধ চলছে। ফেডারেশনগুলোর বিদ্যুৎ বিল বকেয়া অনেক। যা জাতীয় ক্রীড়া পরিষদের জন্য বোঝা। অতীতের বিলগুলো জাতীয় ক্রীড়া পরিষদের উপর চাপিয়ে, সামনে থেকে ফেডারেশনগুলো বিল দিতে রাজি হলেও এজন্য আবার জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাড়তি অনুদান চাইবে। 

ফেডারেশন ফোরামের সভার সভাপতিত্ব করেছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। অন্য অনেক ফেডারেশনের আয় না থাকলেও হ্যান্ডবল ফেডারেশন কোর্ট ভাড়া দিয়ে আয় করে তাই বিল আদায়ে এনএসসির বিশেষ দৃষ্টি এই ফেডারেশনের দিকে।

বিদ্যুৎ বিল ছাড়াও অনেক ফেডারেশনে অফিস কক্ষ, অনুশীলন জায়গা সহ নানা সংকট রয়েছে। আবার কিছু কিছু খেলায় একাধিক সংগঠনও রয়েছে, বৈদ্যুতিক মিটার ভিন্ন করা, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী সভায় সাধারণ সম্পাদকদের প্রতিনিধিত্ব, জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র যুগপোযোগী সহ নানা বিষয় নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ফেডারেশন ফোরামের সাত দস্যের প্রতিনিধি দল। 

এজেড/এইচজেএস 

Link copied