গ্রিসে শিরোপা হাতছাড়া জিয়ার

ফাইল ছবি
গ্রিসের সোলোনিকি শহরে অনুষ্ঠানরত ৩য় ওপেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অব সোলোনিকি দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় হয়েছেন। জিয়াউর রহমান অষ্টম রাউন্ড পর্যন্ত পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে ছিলেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ইউক্রেনের ফিদে মাস্টার কুকেলকো আলেক্সির কাছে হেরে শিরোপা জয়ে ব্যর্থ হন।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হন। জিয়া সপ্তম রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার কোট্রোনিয়াস ভ্যাসিলিওয়াসকে পরাজিত করেন ও অষ্টম রাউন্ডে চিনের গ্র্যান্ড মাস্টার লি গয়োহাউয়ের সাথে ড্র করেন।
জিয়ার পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ হয়েছেন। বাবার মতো ছেলেও শেষ রাউন্ডের খেলায় হেরেছেন। তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার নীলাস সাহার কাছে হারেন। সাত পয়েন্ট পেয়ে গ্রিসের গ্র্যান্ডমাস্টার কোট্রোনিয়াস ভ্যাসিলিওয়াস চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এখানে ১০ টি দেশের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৮ জন ফিদে মাস্টারসহ মোট ৭৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।