চিকিৎসায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতাল
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। আগামী ৪ মার্চ পর্যন্ত চলা আন্তর্জাতিক এ পর্যটন মেলায় চিকিৎসায় ছাড় নিয়ে হাজির হয়েছে বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতাল।
মেলায় আসা দর্শনার্থীসহ তাদের স্বজনদের চিকিৎসায় ১০ শতাংশ ছাড়ের অফার দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২ মার্চ) আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় স্টল নেওয়া হয়েছে হাসপাতালটির নামে। সেখানে হাসপাতালটির বিভিন্ন সেবা, বিশেষত্ব সম্পর্কে মেলায় আগতদের জানানো হচ্ছে।
বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতালটির স্টলের দায়িত্বে থাকা পাবলিক রিলেশন অফিসার ফারহাদ হোসেন বলেন, পর্যটন মেলা উপলক্ষে আমাদের ১০ শতাংশ ছাড়ের অফারটি দেওয়া হয়েছে। আজ থেকে ৪ মার্চ মেলা চলাকালীন সময়ে যেকোনো দিন নিবন্ধন করে এ ছাড় পেতে পারেন। বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর যে বিল আসবে তার ওপরে এই ছাড় দেওয়া হবে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপারেশন, টেস্ট, চেকআপে, ডায়ালাইসিস, ল্যাব টেস্ট, সিটি স্ক্যানসহ যাবতীয় সেবার উপর এই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া আমাদের স্টলে এসেও যেকেউ সব ধরনের তথ্য পেতে পারবেন।
এবারের আন্তর্জাতিক পর্যটন মেলায় টাইটেল স্পন্সর হিসেবে আছে ফার্স্ট ট্রিপ। আয়োজকরা জানান, দেশের সবচেয়ে বড় পর্যটন মেলায় মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি লাগবে না। বাকিরা ৩০ টাকা এন্টি ফি দিয়ে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হাসপাতাল অংশ নিয়েছে। মেলায় ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল রয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবার মেলায় দুটি সেমিনার আয়োজন করা হয়েছে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও টুরিস্ট পুলিশ।
বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছে। এছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে মেলায়।
এএসএস/এসকেডি