কৃষি মন্ত্রণালয়ে এ পর্যন্ত ৭৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ৭২৩ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩১ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে মাঠ পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দফতরেই কাজ চলছে। 

প্রশাসন শাখা জানিয়েছে, সংখ্যায় সবচেয়ে বেশি মারা গেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরে কর্মরত কৃষি কর্মকর্তা ও কর্মচারী। মাঠ পর্যায়ে সরাসরি যুক্ত থাকা এসব এ সংস্থার ১৪ জন কৃষিবিদ ও কর্মকর্তা মারা গেছেন। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সংস্থা। কৃষি মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠানে পাঁচজন মারা গেছেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের একজন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সার্বিক বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, করোনার শুরু থেকেই মাঠ পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের সব দফতর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা এখনও রয়েছে। যারা মারা গেছেন, তাদের প্রতি আমরা শোক প্রকাশ করেছি। এসব পরিবারের পাশে কৃষি মন্ত্রণালয় রয়েছে।

একে/আরএইচ