নেপালে উদ্ভূত পরিস্থিতিতে বুধবারের (১০ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানের ফ্লাইটটি দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

বিমানের এই কর্মকর্তা জানান, নেপাল সরকার আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। 

বিমান জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ও আজকের স্থগিত করা ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।

নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান। 

এআর/জেডএস