কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে নামতে পারছে না বিমানের একটি ফ্লাইট। ইতোমধ্যে বিমানবন্দরের ওপরে চারটি চক্কর দিয়েছে ফ্লাইটটি। সর্বশেষ রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ফ্লাইটটি অবতরণ করতে পারেনি।

শাহ আমানত বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে।

ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী রয়েছেন।

সর্বশেষ রাত ৯টা ৩৫ মিনিট চতুর্থবার চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণে ব্যর্থ হয়। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেছে।