ধৈর্যের পরীক্ষা দিন
লেকের পাশে এক লোক নিয়মিত বড়শি পেতে মাছ ধরেন। যে কয় ঘণ্টা তিনি মাছ ধরে কাটান, পাশে বসে ঠিক ততক্ষণ এক লোক গভীর মনোযোগে তার মাছ ধরা দেখেন। একদিন মাছ শিকারি ওই মনোযোগী দর্শককে বললেন—

মাছ শিকারি: ভাই, মাছ ধরার প্রতি তো আপানার সাংঘাতিক নেশা দেখি!
দর্শক: জ্বী!
মাছ শিকারি: সাংঘাতিক মানে কি, আসলে আমার চেয়ে বেশি আপনার আগ্রহ।
দর্শক: জ্বী!
মাছ শিকারি: তো এক কাজ করলে তো পারেন- আপনি নিজেই মাছ ধরুন না!
দর্শক: আমার অতো ধৈর্য নেই, ভাই!

***

বিয়ে বাড়িতে যখন জামাই নাচে
একটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন পাগল বসে ছিল। ডাক্তার ভাবলেন সেই পাগলটা মনে হয় ভালো হয়ে গেছে । তাই তাকে জিজ্ঞাসা করলেন-
ডাক্তার: সবাই নাচছে তুমি নাচতেছ না কেন?
পাগল: আরে আপনি গাধা নাকি? বিয়ে বাড়ীতে কি জামাই কখনো নাচে?
ডাক্তার: তুমি জামাই?
পাগল: হ্যাঁ হ্যাঁ। যান আপনিও নাচুন গিয়ে।

***
স্ত্রীরা বমি করলে সুসংবাদ আর স্বামীরা করলে যা হয়
বারে বসে মাতাল দুই বন্ধু গল্প করছে-
সজিব: আচ্ছা রাজিব, বউরা বমি করলে আমরা কী বুঝি?
রাজিব: কেন, সুখবর আছে।
সজিব: আর স্বামীরা বমি করলে?
রাজিব: আজকে আবার হাবিজাবি খেয়ে এসেছো।