ভালো শিক্ষকের ছাত্র
শিক্ষক: তুমি তো কিছুই পার না। আমি তোমার বয়সে কঠিন কঠিন অঙ্কগুলোও সেকেন্ডে সমাধান করে দিতাম।
ছাত্র: স্যার, আপনি হয়তো ভালো শিক্ষকের ছাত্র ছিলেন। কী আর করা যায় বলুন, সবার ভাগ্য তো আর সমান হয় না।

****
ভাস্কো-দা-গামা ভারতে আসেন
প্রশ্নকর্তা: আচ্ছা বলুন তো, ভাস্কো-দা-গামা কখন ভারতে আসেন?
প্রার্থী: স্যার, ঠান্ডার সময়।
প্রশ্নকর্তা: পাগল নাকি আপনি? কে বলেছে আপনাকে?
প্রার্থী: স্যার, আমি বইয়ে তার ছবি দেখেছি; তিনি বড় বড় জ্যাকেট পরা ছিলেন।

***
পুরো শরীরই পাঞ্জাবে জন্ম
জনৈক: সর্দার, আপনার জন্ম কোথায়?
সর্দার: পাঞ্জাবে।
জনৈক: কোন অংশ?
সর্দার: আরে! কোন অংশ মানে কি? পুরো শরীরই পাঞ্জাবে জন্ম।

****
বাসে বসার সময় নেই
এক ছাত্র বাসে সিট থাকতেও দাঁড়িয়ে আছে—
বাস কন্ডাক্টর: কী ভাই, বসুন না, খামাখা দাঁড়িয়ে আছেন ক্যান?
ছাত্র: না ভাই, আমার বসার সময় নেই, খুব তাড়া আছে। আমাকে ২০ মিনিটের মধ্যে কলেজে যেতে হবে।