বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

****
আম পেকেছে কি-না জানার উপায়
গেদু: কি রে লেদু, বৃষ্টির মধ্যে কী করিস?
লেদু: বৃষ্টির মধ্যে বাগানে পানি দিচ্ছি! তুই কী করিস?
গেদু: গাছের আম পাকা কি-না, সেটা দেখার জন্য গাছে উঠে নিশ্চিত হচ্ছি।
লেদু: ধুর, নেমে ঢিল দিয়ে দেখ আম পারা যায় কি-না!

***
জঙ্গলে বেড়াতে গিয়ে বাঘকে থাপ্পর
বল্টু আর পল্টু গেছে জঙ্গলে বেড়াতে। হঠাৎ একটি বাঘ আসতে দেখে বল্টুকে রেখে দৌড়ে পালিয়ে যায় পল্টু। বল্টু কোনো উপায় না পেয়ে পুরোনো গল্পের মতো মরার ভান করে শুয়ে পড়ে।

বাঘটি কাছে এসে রাগে বল্টুকে কষে একটি থাপ্পর দিয়ে বলে-
বাঘ: এসব ভান ভাল্লুক আসলে করবি।

বল্টুও বাঘটিকে কষে একটি থাপ্পর মেরে বলল-
বল্টু: ভুল তো মানুষেরই হয়। এর জন্য থাপ্পর মারা লাগবে না-কি!

****
তোমাকে পেত্নীর মতো লাগছে
ছেলে: তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছ।
মেয়ে: ধন্যবাদ।
ছেলে: লিপস্টিক এবং মেকআপও অনেক ভালো করেছ।
মেয়ে: ধন্যবাদ।
ছেলে: অনেক জমকালো গয়নাও পরেছ সুন্দর করে।
মেয়ে: ধন্যবাদ ভাইয়া।
ছেলে: তবুও তোমাকে পেত্নীর মতো লাগছে।