গাধার সঙ্গে মর্নিং ওয়াক
সবুজ প্রতিদিন সকালে তার কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তার বন্ধু দূর থেকে বললেন—
বন্ধু: আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি?
সবুজ: অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা?
বন্ধু: আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।

****

দরজা খোলার সহজ উপায়
শান্ত: জিতু, ঘটনা কী? ঘরের পুরো দরজা নিয়ে যাচ্ছ কোথায়?
জিতু: আর বলিস না, দরজাটায় একটু সমস্যা হয়েছে। তাই তালাওয়ালার কাছে যাচ্ছি।
শান্ত: দরজায় সমস্যা হলে তো মানুষ কাঠমিস্ত্রির কাছে যায়। তুই বোকার মতো তালাওয়ালার কাছে যাচ্ছিস কেন, বুঝলাম না তো!
জিতু: আরে, দরজার চাবিটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তালা খুলে তো ঘরে ঢুকতে হবে না কি! তাই পুরো দরজা খুলে তালাওয়ালার কাছে নিয়ে যাচ্ছি তালা ভাঙার জন্য। বুঝলি এবার?

***
পৃথিবীর সবচেয়ে গরিব ব্যক্তি
শিক্ষক: বল তো পৃথিবীতে সবচেয়ে গরিব কে?
বল্টু: স্যার, নিশ্চিত কইরা কইতে পারি না।
শিক্ষক: অনিশ্চিত করেই বল, শুনি!
বল্টু: স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয়, পিকটা কেমন হলো বলুন তো বন্ধুরা?
শিক্ষক: তারা গরিব হয় কীভাবে?
বল্টু: কারণ তাদের ঘরে একটা আয়নাও নাই।

****

ফোর জি জিনিসটা কি?
কাস্টমার: বলছেন ফোর জি, ফোর জি। কিন্তু ফোর জি জিনিসটা যদি বুঝিয়ে দিতেন একটু।
দোকানদার: আপনার মোবাইল আছে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: তাতে কল আসে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: সেটা দিয়ে কল যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: মেসেজিং করা যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: ব্যস, এতেই চলবে।