আজকের জোকস : ২৬ নভেম্বর, ২০২২
বাবার জন্য অঙ্কের শিক্ষক জরুরি
বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য বাসায় একজন ভালো অঙ্কের শিক্ষক রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
****
বিজ্ঞাপন
চোরের মায়ের বড় গলা
ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বললো—
ছেলে: আব্বু, দেখ দেখ- ওই যে চোরের মা।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে: ওই যে লম্বা গলার যেটা।
বাবা: ওটা তো একটা জিরাফ।
ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে- ‘চোরের মায়ের বড় গলা’!
***
বিজ্ঞাপন
খুব খারাপ খবর
ডাক্তার তার রোগীকে ফোনে বললেন—
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।
রোগী: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: মেডিকেল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।
রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?
ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।