স্পাইডারম্যান যদি সত্যি হতো

স্পাইডারম্যান যদি সত্যি হতো, আমি যদি একজন অপরাধী হতাম, আর সে যদি আমাকে জালে জড়িয়ে ফেলত; বলতাম, ‘মশারিটা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু!’

****

ওজন মাপতে গিয়ে চিৎকার

ওজন মাপার যন্ত্রের ওপর দাঁড়িয়ে বড় ভাই বলছে ছোট ভাইকে—
বড় ভাই: দেখেছ, এটা একেবারেই ব্যথা দেয় না।
ছোট ভাই: তাহলে বড় আপু এটার ওপর দাঁড়িয়েই অমন চিৎকার করে ওঠেন কেন?

****

বিদ্যার জাহাজ ডাঙায় কেন?
গোপালের সাথে এক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিচ্ছেন রামবাবু–
রামবাবু: বুঝলে গোপাল, ইনি হলেন শ্রী বিদ্যাচরণ মিশ্র। তোমার মতো অকাট মূর্খ নন, রীতিমত যাকে বলে বিদ্যার জাহাজ!
গোপাল: তা জাহাজই যখন, ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না!

****

কখনো বানর দেখেননি

গোপালকে বলছেন শ্যামবাবু–
শ্যাম:বাবু: এখানে বানরের বড্ড উৎপাত। তোমাকে তো দেখতে বেশ বানরের মতোই! ওদের দলে তোমাকে ছেড়ে দিলে কী হবে বলো তো? তুমি নিশ্চয়ই কখনো বানর দেখোনি?
গোপাল: আজ্ঞে না! আপনার মত বানর আমি আগে আর কখনো দেখিনি!