এআইইউবিতে কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং এসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) সহযোগিতায় এআইইউবি ক্যাম্পাসে ১০ মার্চ হতে ১২ মার্চ তিন দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ-২০২২)’ অনুষ্ঠিত হয়েছে।
এই কনফারেন্সের বিভিন্ন সেশনে দেশ ও বিদেশের কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখার একাডেমিক ও প্রযুক্তিগত ইন্ডাস্ট্রির গবেষক ও বিশেষজ্ঞগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
১০ই মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এআইইউবির উপাচার্য ড. কারমেন জিটা লামাগনা।
বিজ্ঞাপন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি.এম সিদ্দিক হোসেন। প্রোগ্রাম চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান।
১২ মার্চ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, অসাধারণ এই সম্মেলন থেকে যেটি দরকার সেটি গ্রহণ করতে হবে এবং তা দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রয়োগ করতে হবে। নতুন প্রজন্মের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবন সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি উন্নয়নে এগিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তিকেন্দ্রিক অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা পরিচালনায় এআইইউবি এর অবদানের কথা উল্লেখ করেন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এআইইউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ এবং বুয়েটের সম্মানিত অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ তাদের স্ব-স্ব বক্তব্যে তথ্য প্রযুক্তিখাতের উন্নয়নে বিস্তারিত কর্ম-পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা, ডিন, শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারী প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ ও গবেষকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তিন দিনব্যাপী এই কনফারেন্সে একইসাথে বিভিন্ন সেশন আয়োজন করা হয়েছে যাতে দেশ ও বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ ও গবেষকগণ তাদের ৮৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এই সেশনগুলোতে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন- এলগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ পরিবেশন করা হয়।
কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তীতে এসিএম ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশ করা হবে। তিন দিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে আয়োজকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
এইচকে