জাবিতে জেইউডিওর তৃতীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বুধবার তৃতীয় বারের মতো চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেইউডিও। প্রতিযোগিতা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। পুরো আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা পোস্ট।
লেট বি লাইটেন্ড স্লোগান নিয়ে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায়, এমজেএফ-জেইউডিও ইমিনেন্স ২০২২ শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ডিস্কর্ড এবং জুমে।
বিজ্ঞাপন
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের যেকোনো বৈধ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘নেতৃত্বে নারী : কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন’।
এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম ভাগে ‘তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ মার্চ। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ তারিখ। ২০ মার্চ পুরষ্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। বিশ্বের ১৬টি দেশ থেকে ২০০ জনের বেশি বিতার্কিক এবং বিচারক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগ হচ্ছে ‘জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা’ । এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে আজ।
বিজ্ঞাপন
এসকেডি