ঢাবি ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন কার্নিভাল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন কার্নিভাল।
দুই দিনব্যাপী (১৭-১৮ মার্চ) টুর্নামেন্টটি মেনস ডাবল সিনিয়র, মেনস ডাবল জুনিয়র ও মিক্সড ডাবলস এই তিনটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ভবনের ইনডোরে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় মেনস ডাবল সিনিয়র ক্যাটাগরিতে আবির-রইস জুটি, মেনস ডাবল জুনিয়র ক্যাটাগরিতে সুদীপ্ত-সৌমিত্র জুটি এবং মিক্সড ডাবলস ক্যাটাগরিতে রাহাত-মীম জুটি চ্যাম্পিয়ন হয়।
উৎসবমুখর পরিবেশে ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক নান্দনিক মিলনমেলায় পরিণত হয় জিমনেশিয়াম প্রাঙ্গণ। প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
বিজ্ঞাপন
আয়োজনটি জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস অতিমারির প্রাদুর্ভাবের কারণে পেছানো হয়েছিল বলে জানায় আয়োজক কমিটি। একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আয়োজনে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এইচআর/এসএসএইচ