চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে আন্দোলনে নামেন তারা। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা । 

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকিব জাবেদকে ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে মারধর করে সিএনজি চালকরা। ভুক্তভোগী শিক্ষার্থী আকিব জাবেদ বলেন, আমরা দুই-তিনজন ছিলাম। জিরো পয়েন্টে আমাদের সঙ্গে ভাড়া নিয়ে স্থানীয় লোকজনদের তর্কাতর্কি হচ্ছিল। এ সময় সিএনজি চালক আমাকে ধাক্কা দেয় ও গায়ে হাত তোলে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সিএনজি চালকরা আমাদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করে। এমনকি গায়ে পর্যন্ত হাত তুলে তারা। আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিলেও ব্যবস্থা নিতে দেখা যায় না। আজকেও জিরো পয়েন্টে আমাদের এক সহপাঠীকে মারধর করে। এর প্রতিবাদে প্রধান ফটকে তালা লাগানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলার প্রতিবাদে ছাত্ররা মূল ফটকে তালা দিয়েছে। আমরা কথা বলেছি। সমাধান হয়ে যাবে।

রুমান/আরআই