যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিনভর এসব কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরীর নেতৃত্বে এ সময় ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, উপপরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা দাস প্রমুখ। 

বন্ধুসভা মেট্রোপলিটন ইউনিভার্সিটি শাখাও শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রধান আলোচক ছিলেন কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। আলোচনায় অংশ নেন রেজিস্ট্রার এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান প্রমুখ।

এসব কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে এমইউ কালচারাল ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সঙ্গে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

আরএইচ