বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল হাসান জাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা সরকার।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত অধিবেশনে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ সময় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি পদে জান্নাতুল ফেরদৌস ও ফাতেমা মেঘলা, সহকারী সাধারণ সম্পাদক পদে তিশা সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহ সাকিব সোবহান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক আলফার মোহাম্মদ তাসনীম এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে অনিকেত রায়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, কেএম মুত্তাকী, সাজিয়া নওরীন, ক্যাথরিন রত্না৷ তবে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির দুটি পদ খালি রাখা হয়েছে।

এমটি/আইএসএইচ