জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) নবনির্বাচিত নেতারা।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এফ এম নওরুজ্জামান নিয়ন, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক সুস্মিতা বনিক, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সোহেল রানাসহ কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া ও রায়হান সিদ্দিকী আম্মান।

এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রাজু বলেন, জবি ডিবেটিং সোসাইটি বাংলাদেশে বিতর্ক অঙ্গনের একটি অন্যতম সংগঠন। আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে বিতর্ক চর্চা, নতুন বিতার্কিক তৈরি এবং জাতীয় পর্যায়ে বিতর্ক অঙ্গনের বিভিন্ন অর্জনগুলোর মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করা।

নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন, সোসাইটির ঐতিহ্যকে ধরে রেখে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবের সঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় রাখছি। মুক্ত মন ও শুদ্ধ যুক্তির আলোয় জয় হোক সব বিতর্কপ্রেমী মানুষদের।

এমটি/এমএইচএস