আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আইন বিভাগের আয়োজনে তৃতীয় আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন একই অনুষদের সহযোগী ডিন ড. এবিএম রহমতুল্লাহ।

প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডের মুট কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষাবিদ, আইনজীবী ও ফ্যাকাল্টি সদস্যরা। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও অ্যালায়েন্স ল'য়ের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আশরাফুল হাদী।

দুই দিনের মর্যাদাপূর্ণ ইভেন্টে চ্যাম্পিয়ন হয় সানজিদা সোহানা, শামসু তানভি সনেট জিম ও ফয়সাল ইসলামের সমন্বয়ে গঠিত দলটি। দল হিসেবে জান্নাতুল ফেরদৌস, ফাতেমা কবির সুজানা ও ইয়াসিন আরাফাত রানার আপ হয়ে প্রতিযোগিতার ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ জিতে নেন। অনিমেষ সূত্রধরকে সেরা গবেষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতায় সানজিদা সোহানা ও খান মো. লামিম ইবনি হাবিবকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘বেস্ট মুটার অ্যাওয়ার্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জেবিএম হাসান। তিনি প্রতিযোগীদের প্রচেষ্টার জন্য প্রশংসা করেন। আরও জ্ঞান অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা। 

আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তাসলিমা মনসুর চূড়ান্ত পর্বের বিচারকদের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিযোগিতা সফল করার জন্য তিনি আয়োজক, প্রতিযোগিতার বিচারক, অতিথি এবং মুট কোর্ট কমিটির প্রশংসা করেন। ভবিষ্যতে আরও মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজনের আশা নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

ওএফ