ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কারিগরি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক (২০২২-২৩) সাধারণ নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ পদের বিপরীতে ভোটাররা ভোট দিতে পারবেন।

নির্বাচনে মাহবুব-মমিনুর, নিজাম-বাদল পরিষদ ও দুজন স্বতন্ত্র প্রার্থীসহ এবার ৪ প্রতীকে (আনারস, চেয়ার, মিনার, ছাতা) লড়বেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ার প্রতীক নিয়ে নিজাম-বাদল পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ পদে প্রার্থী দিয়েছে। 

অন্যদিকে মাহবুব-মমিনুর পরিষদ ২২ টি পদে প্রার্থী দিয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে প্রকৌশল দপ্তরের মো. হাফিজুর রহমান নান্নু ও বিশ্ববিদ্যালয় প্রেসে কর্মরত মো. মঞ্জুরুল ইসলাম মিনার প্রতীকে লড়ছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় আটশ।

কারিগরি কর্মচারীরা মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাব সহকারী, কম্পিউটার সহকারী, টেকনিশিয়ান, সাইন্স অ্যাটেনডেন্স, স্টোর কিপার, ড্রাইভার, লিফটম্যান, বিশ্ববিদ্যালয় পাম্প, পানির লাইন, ইলেকট্রিশিয়ান, এনার্জি প্যাক অ্যাটেনডেন্স, কার্পেন্টার, সিনিয়র সেকশন কাটার ও প্রেস কর্মচারী।

নিজাম-বাদল পরিষদে যারা 

সভাপতি পদে প্রকৌশল দপ্তরের (বিদ্যুৎ) মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের মো. সামসুল ইসলাম (বাদল), সহ-সভাপতি পদে মো. এনায়েত কবির, মো. মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক পদে বিজয় একাত্তর হলের মো. আকবর হোসাইন ও মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাজী মো. ইকবাল, মহিলা সম্পাদক পদে তাছলিমা আক্তার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জুলহাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে মো. জাফর সিকদার, ক্রীড়া সম্পাদক পদে মো. শেখ রাসেল আহসান রিফাত, দপ্তর সম্পাদক পদে মো. কুদ্দুস রানা নির্বাচনে লড়ছেন।

সদস্য পদে লড়ছেন, মো. শহীদুল ইসলাম, বাদল রায়, তোফাজ্জেল হোসেন, মো. বাহার উদ্দিন, মো. মোসলেহ উদ্দিন, মো. আবুল খায়ের কায়েস, বিধু ভূষণ দাস, মো. আবু সালেহ, শাহ মোহাম্মদ সোহেল রানা, মো. জাহাঙ্গীর হোসেন, মো. খবির উদ্দিন ও মো. মহসিন।

মাহবুব-মমিনুর পরিষদে যারা 

সভাপতি পদে প্রকৌশল দপ্তরের (সিভিল) মো. মাহবুব সরকার, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের মো. মমিনুর রহমান মমিন, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ও মো. মাসুদুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক পদে মো. আলাউদ্দিন ও মো. শামসুল আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে মো. আল আমিন, মহিলা সম্পাদক পদে শাহনাজ পারভীন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে গাজী মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইয়াছিন আলী, প্রচার সম্পাদক পদে লক্ষণ চন্দ্র সূত্রধর, ক্রীড়া সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. আনাস আহমেদ লড়ছেন।

সদস্য পদে লড়ছেন, মো. মিজানুর রহমান, মো. সেলিম খান মিন্টু, মো. আরিফুল ইসলাম, মো. বাবুল হোসেন, মো. নুরুল আফসার ভূঁইয়া, মো. শাহিনুর আলম, মো. আবু বকর সিদ্দিক ও বিমল চন্দ্র দাস।

এইচআর/আরএইচ