পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় মোট ছুটি হবে ১১ দিন। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

বুধবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আযহা উপলক্ষে আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। তবে ইনস্টিটিউট, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরগুলোতে ৭ জুলাই পর্যন্ত কার্যক্রম চলবে।

এমটি/এমএইচএস