সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থী।

বুধবার (২৯ জুন) বেলা সোয়া ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা আমরণ অনশন শুরু করেন।

আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী হলেন, ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী নাঈম পারভেজ ও মেহেদী হাসান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চৌধুরী শামীম আফফান, তরিকুল ইসলাম ও মোস্তফা কামাল রনি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী।

শিক্ষক উৎপল কুমারের হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত  আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনে বসা শিক্ষার্থীরা।

অনশনে বসা নাঈম পারভেজ বলেন, শিক্ষক হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তার সঙ্গে অন্য আসামিদেরও গ্রেপ্তার করতে হবে। হত্যাকারীর বাবাসহ পরিবারের অন্য সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অভিযুক্তদের না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

এইচআর/এসকেডি