নিউজ পোর্টাল ঢাকা পোস্ট গত ৪ জুলাই ‘একটি ছবি ঘিরে ঢাবি সাদা দলে ক্ষোভ-অসন্তোষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে সাদা দলে কোনো ক্ষোভ-অসন্তোষ নেই বলে এতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুলাই ঢাকা পোস্টে প্রকাশিত ‘একটি ছবি ঘিরে ঢাবি সাদা দলে ক্ষোভ-অসন্তোষ’ শিরোনামের সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা এই অসত্য ও বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক এবং সাদা দল মনোনীত প্রার্থী হিসেবে তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। সাদা দল মনোনীত প্রার্থী হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি হিসেবেও গত দুই বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করেছেন। তার সভাপতিত্বে গত ৩০ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কর্তৃক আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত তিনটি ছবি সভাপতি হিসেবে তিনি অতিথিদের হাতে তুলে দেন। সভাপতি কর্তৃক অতিথিদের শুভেচ্ছা পুরস্কার প্রদান এটিই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের রেওয়াজ এবং দীর্ঘদিনের ঐতিহ্য। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শুধু এই রেওয়াজ রক্ষা করেছেন। কিন্তু একে কেন্দ্র করে তার সম্পর্কে ঢাকা পোস্টের পূর্বোক্ত প্রতিবেদনে যা বলা হয়েছে, তা সবৈব অসত্য ও বিভ্রান্তিমূলক। এ নিয়ে সাদা দলে কোনো ক্ষোভ-অসন্তোষ নেই।

সাদা দল অধ্যাপক ওবায়দুল ইসলামের দলের প্রতি নিষ্ঠা ও একাগ্রতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দিহান নয়। সাদা দল পরিচালিত হয় একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং প্রতিটি ইউনিট কমিটির তত্ত্বাবধানে। এই প্রতিবেদনটি প্রকাশের পূর্বে প্রতিবেদক দলের আহ্বায়ক বা দায়িত্বশীল কারো সাথে কথা বলেননি। এর সঙ্গে সাদা দলের বর্তমান কমিটির ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে হেয় এবং সাদা দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরির অপচেষ্টা করা হয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ  ধরনের কোনো অপচেষ্টা সফল হবে না। সাদা দল ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপপ্রয়াস মোকাবিলা করবে।

প্রতিবেদকের বক্তব্য

সংবাদটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের ক্ষোভ ও অসন্তুষ্টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মন্তব্য নেই, সবই সাদা দলের শিক্ষকদের বক্তব্য ও অভিযোগ, যার অডিও ঢাকা পোস্টের কাছে সংরক্ষিত রয়েছে।

এইচআর/এসকেডি