বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সম্পাদক শামীম
পোমেল বড়ুয়া ও মাহফুজুর রহমান শামীম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
আংশিক কমিটির সহ-সভাপতি ১৪ জন হলেন- ফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, আব্দুস সালাম, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, রেজাউল করিম শাকিল, রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম ও মাহাবুব।
যুগ্ম সাধারণ সম্পাদক ছয়জন হলেন- ইমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন, আব্দুল্লাহ আল মুমিন, মোস্তফা কামাল, মারুফ রহমান ভূঁইয়া ও সুব্রত ঘোষ।
সাংগঠনিক সম্পাদক পাঁচজন হলেন- ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক ও ঐশী ইসলাম।
বিজ্ঞাপন
এছাড়াও কমিটির সদস্য তিনজন হলেন- শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন, অমৃত কুমার ঘোষ।
এর আগে গত বছরের ২২ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেরোবি শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হলেও দীর্ঘ পাঁচ বছর পর আবারও আংশিক নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।
শিপন তালুকদার/আরএআর