ঢাবির সিন্ডিকেট নির্বাচনে চলছে ভোটগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, চলবে দুপুর ২টা পর্যন্ত।
নির্বাচনে ছয়টি পদের বিপরীতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল থেকে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৩(১)(ডি) এবং ২৩ (২) অনুযায়ী সিন্ডিকেটে ৬ জন সদস্য নির্বাচিত হবেন। ক্যাটাগরিগুলো হলো- ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক। প্রতিটি পদ থেকে একজন করে নির্বাচিত হবেন। ডিন ও প্রভাষক পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।
সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া একাডেমিক কাউন্সিলের দুটি ক্যাটাগরিতে ছয়টি পদে ও ফাইন্যান্স কমিটির একটি পদে নির্বাচন হচ্ছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন প্রায় শেষ দিকে। ১৪২৫ জনের মধ্যে ১২০০ ভোটার এরইমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আশা করছি বিকেল ৩টার মধ্যে আমরা ফল দিয়ে দিতে পারব।
জয়ের ব্যাপারে দুই দলেই আশাবাদী। নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ বলেন, গত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় আমরা পূর্ণ প্যানেলে জয় লাভ করব বলে আশাবাদী।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুতফর রহমান বলেন, আমাদের জন্য পরিস্থিতি এখন অনুকূলে না হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি ভালো ফল আসবে।
সিন্ডিকেটে নীল দলের হয়ে লড়ছেন যারা
ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ।
সাদা দলের হয়ে লড়ছেন যারা
প্রভোস্ট ক্যাটাগরিতে স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন, সহকারী অধ্যাপক পদে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. শাফী মো. মোস্তফা।
এইচআর/জেডএস