ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাবির সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী অরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম  নাজমুস সাকিব।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী বলেন, যেহেতু অপরাধ বিজ্ঞান বিভাগটি নবীন, সেহেতু এই বিভাগে ভালো করার সুযোগ অনেক বেশি। বিভিন্ন অপরাধের কারণ, গবেষণা ও প্রতিরোধ বিষয়ে ক্রিমিনোলজি বিভাগ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জিয়া রহমান অপরাধ বিজ্ঞান বিভাগ গড়ে উঠার ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের এবং দেশের উন্নতি সাধনের কথা বলেন। পড়ালেখার পাশাপাশি  শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের ওপর জোর দিতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন ভালো মানুষ হতে হবে।

এইচআর/এমএইচএস