ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
বিজ্ঞাপন
এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সহশিক্ষাক্রমিক কার্যক্রম কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং ড. অসীম দাস।
এসময় সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ইনস্টিটিউটের প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ‘কবি-সাহিত্যিকরা যুগে যুগে নবীন ও তারুণ্য শক্তির জয়গান গেয়েছেন। বিভিন্ন মনীষীর বক্তব্য উদ্ধৃত করে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে জ্ঞানচর্চার ঐতিহ্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং জ্ঞান চর্চার উৎকৃষ্টতম স্থান।’
নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সৎ, জ্ঞানী ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এইচআর/কেএ