বড় দলগুলো জনগণের অধিকার রক্ষায় কোনো ভূমিকা রাখছে না
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমাদের দেশের রাজনীতির মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। এখানে বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। তারা জনগণের অধিকার রক্ষায় কোনো ভূমিকা রাখছে না।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ১৩১নং কক্ষে ‘আমরা, বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের সংবিধান দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এ আলোচনা সভার আয়োজন করে।
ড. কামাল হোসেন আরও বলেন, দলের কাছে মানুষ এখন খুবই অসহায়। দলের ওপর মানুষ অতিরিক্ত নির্ভরশীল হওয়ার ফলে স্বাধীন মতামত দেওয়া থেকে দূরে সরে গেছে। মানুষ জনগণকে নিয়ে ভাবে না দল নিয়ে ভাবে।
বিজ্ঞাপন
সংবিধান জনগণকে রক্ষা করতে হবে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা করার জন্য সচেতন নাগরিক হলো সবচেয়ে বড় শক্তি। এর চেয়ে আর কোনো বড় শক্তি নেই। প্রত্যেকে নিজ নিজ এলাকায় সংবিধানের পক্ষে শক্তি ধারণ করতে হবে। তবেই সংবিধান টিকে থাকবে। সংবিধান সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়নি। সংবিধান যাতে কেউ লঙ্ঘন না করতে পারে এ ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রমুখ।
মো. আলকামা/এমএএস