‘হাসান আজিজুল হক বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করে গেছেন’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, অধ্যাপক হাসান আজিজুল হক ছিলেন ছোট গল্পের মানসপুত্র। তিনি বাংলা সাহিত্যের একটি নতুন ধারা সৃষ্টি করে গেছেন। তিনি সব সময় মানুষর জন্য উজানের নৌকা ভাসাতেন, চ্যালেঞ্জ গ্রহণ করতেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বরেণ্য কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপাচার্য আরও বলেন, ছোটগল্পের রাজপুত্র অধ্যাপক হাসান আজিজুল হক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্যার পুরস্কারের জন্য লিখতেন না। ১৯৫০-৬০ সালের দিকে বাংলা সাহিত্যে যারা যারা অবদান রেখেছিলেন হাসান আজিজুল হক তাদের মধ্যে অন্যতম। তার অসামান্য ভাষাভঙ্গি, অশ্রুতপূর্ব সংলাপ, অনাস্বাদিত চরিত্র নির্মাণ ও অনন্য গল্প বলার যে ধরণ তা গত ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের পাঠকদের মুগ্ধ করে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সনৎ কুমার সাহা।
বিজ্ঞাপন
আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামাণিক, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার ভৌমিক, অধ্যাপক নুরুল হোসেন, অধ্যাপক আবু বকর, অধ্যাপক জুলফিকর মতিন ও হাসান আজিজুল হকের নাতি অনির্বাণ।
আরএআর