সেমিফাইনালে আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠায় আনন্দ উল্লাসে মেতে ওঠে পুরার ঢাকার আর্জেন্টাইন সমর্থকরা। সমর্থকদের প্রত্যাশা এবারের বিশ্বকাপ মেসির হাতেই ওঠবে আর সেই মাহেন্দ্রক্ষণ দেখতে আর মাত্র একটি ম্যাচে জয়ের অপেক্ষা। 

বুধবার (১৪ ডিসেম্বর) সরজমিনে দেখা যায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগি টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার, লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেন স্থানীয়রা। 

যেহেতু এবারই মেসির শেষ বিশ্বকাপ, তাই তার হাতেই কাপটি ওঠবে বলে প্রত্যাশা সমর্থকদের। 

আর্জেন্টাইন সমর্থক আনোয়ারুল ইসলাম বলেন, আর একটি ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবারের বিশ্বকাপ মেসি বাহিনীর হাতেই ওঠবে। 

আরেক সমর্থক আবু সাইদ বলেন, এবারের বিশ্বকাপ মেসির হাতে তুলে দেওয়ার জন্য দলের সব খেলোয়াড় যেভাবে তাদের সর্বস্ব দিয়ে খেলেছে তা অকল্পনীয়। 

এদিকে, ব্রাজিলের সমর্থক সাজ্জাদ হোসাইন বলেন, আমি ব্রাজিল সমর্থক হলেও মেসি আমার একজন ফেভারিট ফুটবলার। তাছাড়া এবার আর্জেন্টিনা পুরো বিশ্বকাপে যে ছন্দময় খেলা দেখিয়েছে, তাতে আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপ পাওয়ার দাবিদার। 

এমএল/এফকে