কোপা আমেরিকা, ফিনালিসিমার পর এবার মেসি-মার্টিনেজ ম্যাজিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর টিএসসিতে উৎসবে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর তাতে ঢাবির এই প্রাণকেন্দ্র যেন এক টুকরো আর্জেন্টিনায় রূপ নিয়েছে।

খেলার শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে। প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটে পড়েছে টিএসসি। এছাড়া ঢাবির হলে হলেও এ উল্লাস দেখা যায়।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচের পর ঢাবি ক্যাম্পাসে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসময় আর্জেন্টিনার সমর্থকরা মেসি-আর্জেন্টিনা স্লোগান দিতে থাকেন।

এর আগে সন্ধ্যা থেকেই জার্সি গায়ে জড়ো হতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসময় মেসিকে নিয়ে তাদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায়। যার প্রতিফলন ছিল পুরো ম্যাচজুড়ে।

আর্জেন্টিনা সমর্থক ফরহাদ ইসলাম বলেন, ব্রাজিল সমর্থকরা আমাদের হার কামনা করলেও আমরা আর্জেন্টিনা সমর্থকরা একবারের জন্যও আশা হারাইনি। আমাদের বিশ্বাস ছিল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভালো কিছুই করবে। মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় খুব করে চেয়েছিলাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। আর সেটাই হয়েছে, মেসি আমাদের হতাশ করেননি। এমন উৎসব উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মেসি ও আর্জেন্টিনা।

আরেক সমর্থক আনিসুর রহমান বলেন, আর্জেন্টিনা ফাইনালে তাদের সেরা খেলাটি খেলেছে। অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জিতেছে। ফ্রান্স বিশেষ করে এমবাপ্পে অসাধারণ খেলছে। মেসির হাতে ট্রফি উঁচু করে ধরার দৃশ্য পূরণ হয়েছে। ফুটবলে আর বেশি কিছু চাওয়ার নেই।

এইচআর/জেডএস