নন-ফিকশন বইমেলায় সেরা প্রকাশক পুরস্কার পেল ইউপিএল-প্রথমা প্রকাশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত নন-ফিকশন বইমেলা ২০২২-এ সেরা প্রকাশকের পুরস্কার পেয়েছে জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও প্রথমা প্রকাশন।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠবারের মতো এ বইমেলার আয়োজন করে। মেলায় অংশ নেওয়া ৪০টি প্রকাশনা ও গবেষণা সংস্থার ২০২২ সালের প্রকাশনার ভিত্তিতে বিচারক প্যানেল এ দুটি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচন করে। এতে ইউপিএল প্রথম সেরা প্রকাশক ও প্রথমা প্রকাশন দ্বিতীয় সেরা প্রকাশক হিসেবে পুরস্কার পেয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মারফা মহিউদ্দিন এবং প্রথমা প্রকাশনার পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক জাবেদ হোসেন।
নন-ফিকশন বইমেলার সমাপনী ও নন-ফিকশন গ্রন্থ প্রকাশক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন মেলার সহ-আয়োজক ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম।
বিজ্ঞাপন
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, সম্মানিত তিন জন ব্যক্তির সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মাধ্যমে সেরা প্রকাশন নির্বাচন করা হয়েছে। বিচারকরা হলেন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ। লেখকদের সম্মানিত করার পরিকল্পনা থাকলেও এবার সময় স্বল্পতায় তা করা সম্ভব হয়নি। আগামীতে বিচারকদের মতামতের ভিত্তিতে লেখকদেরও সম্মানিত করব।
এইচআর/এফকে