ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাইকা চেয়ার সেমিনার অনুষ্ঠিত
সেমিনারে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ঢাকাস্থ জাপানি দূতাবাসের যৌথ উদ্যোগে ‘জাপানিজ এক্সপেরিয়েন্স অব ইকোনমিক ডেভেলপমেন্ট : ইমপ্লিকেশনস টু বাংলাদেশ’ শীর্ষক জাইকা চেয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সেমিনার বুধবার (১০ মার্চ) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভাচুর্য়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি। সেমিনারে ‘ইকোনোমিক গ্রোথ অ্যান্ড জাপানিজ ম্যানেজমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হিরোউকি ইটামি।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি দুদেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান সরকারের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
এছাড়াও সেমিনারে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ-এর অধ্যাপক ড. কেনিচি ওহ্নো, ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম বক্তব্য রাখেন।
এইচআর/আরএইচ