ইবিতে প্রথমবার ‘কুহেলিকা উৎসব’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিবেশকে। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
উৎসবের মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার পুতুল নাচ, চিঠিবাক্স, পিঠাপুলি ও ঠেলাগাড়ি। এ ছাড়া ১৫টি স্টল দেখা যায়।
ইশতিয়াক আহমেদ শাওন নামে একজন বলেন, দিনদিন গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি এই ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে। আমরা সকলের সহযোগিতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এগিয়ে চাই।
বিজ্ঞাপন
অভায়রণ্যের সাধারণ সম্পাদক অর্প বলেন, আমরা লোকসংসস্কৃতি ফুটিয়ে তুলেছি। আমাদের এখানে আছে ঠেলাগাড়ি ও ডাকবাক্স; যা আধুনিক যুগে খুঁজে পাওয়া দুর্লভ। এ ছাড়া ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী উদ্যোক্তা আছে তারা তেমন সুযোগ পায় না। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরও একটা সুযোগ তৈরি হলো।
রাকিব হোসেন/এনএফ