ইউল্যাব হাল্ট প্রাইজ-২০২৩-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে উপাচার্য বলেন, হাল্ট প্রাইজ পরবর্তী প্রজন্মের জন্য কিছু দুর্দান্ত পরিবর্তন আনছে। এটা দেখতে ভালো লাগছে। এ বছরের ‘রিডিজাইনিং ফ্যাশন’ চ্যালেঞ্জটি আমাকে মুগ্ধ করেছে। আমরা খুব বেশি অপচয় করি। স্বাভাবিকের চেয়ে বেশি কাপড় কিনি। কিন্তু এভাবে আমরা নিজেদেরই ক্ষতি করছি। তাই আমি সব অংশগ্রহণকারীকে নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করব। আশা করি, গত বছরের মতো এবারও ইউল্যাব হাল্ট প্রাইজ সাফল্য বয়ে আনবে।

ভার্চুয়াল সেশনটি আয়োজনের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের উৎসাহিত করা এবং হাল্ট প্রাইজ প্রতিযোগিতা সংক্রান্ত তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া। ১১৫ জনের বেশি অংশগ্রহণকারীসহ ক্লাব ডিরেক্টর মৈনাক কানুনগো, ইউল্যাব হাল্ট প্রাইজের উপদেষ্টা ঐশিক আহমেদ এবং এর আগের নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ বছর ইউল্যাব হাল্ট প্রাইজের গোল্ড স্পনসর হচ্ছে ‘সবুজ গ্লোবাল এডুকেশন বাংলাদেশ’ সংস্থা।

এমএ