ফ্রি পিটিই কোর্স ও অনুশীলনের সুযোগ দিচ্ছে ‘ওস্তাদজী’
ওস্তাদজী.কম একটি ডিজিটাল শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্ল্যাটফর্ম। এখানে ডিজিটাল মার্কেট প্লেসে খুব সহজেই শিক্ষার্থী ও অভিভাবকরা খুঁজে পান কাঙ্ক্ষিত শিক্ষক ও প্রাইভেট হোম টিউটররা খুঁজে পান পছন্দের জব।
এছাড়াও শিক্ষাকে সহজ করতে এই প্লাটফর্ম নিয়েছে আরও উদ্যোগ। বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা পিটিইয়ের ৬০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ১২ হাজার ৫০০ টাকা মূল্যের কোর্স ফ্রি দিচ্ছে প্ল্যাটফর্মটি।
বিজ্ঞাপন
জানা যায়, ৬৩২ জন ঢাবি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের ৪৫ জনকে অনলাইন ও ১৫ জনকে অফলাইনে সরাসরি প্রশিক্ষণ ল্যাবে পাঠদান করা হবে। এই শিক্ষার্থীরা ল্যাবে অনুশীলনের সুযোগও পাবেন। এই দক্ষতা উন্নয়ন ও পরীক্ষা প্রস্তুতি কোর্স স্পন্সর করেছে রিটয পিটিই। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোর্স।
এ বিষয়ে ওস্তাদজী.কমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে। তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পান না। আছে অর্থের সংকট, সঠিক পরামর্শদানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী পরামর্শ প্রদানের সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাব। সেই লক্ষ্যে আরও অন্তত ৬০ জনকে পিটিই ও ১০০ জনকে ফ্রি আইইএলটিএস কোর্স দেওয়ার প্রস্তুতি রয়েছে। সেইসঙ্গে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী৷
জুলিয়াস সিজার তালুকদার একজন তরুণ রাজনৈতিককর্মী ও উদ্যোক্তা। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’ প্রতিষ্ঠার মাধ্যমে অংসখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছেন। যা থেকে সরাসরি উপকৃত হয়েছেন প্রায় ১২ হাজারের অধিক শিক্ষার্থী।
এইচআর/কেএ