ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং ও যৌন নিপীড়নবিরোধী পদযাত্রা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের দলীয় টেন্ট থেকে পদযাত্রা শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা প্রাঙ্গণে গিয়ে পদযাত্রা শেষ হয়। 

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, হুসাইন মজুমদার, বনি আমিন, মামুনুর রশিদ, রাকিবুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা সবসময় র‌্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে। এ ধরনের কাজকে আমরা কোনোভাবে সমর্থন করি না। এছাড়া আমি আমার ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীকে বলতে চাই আপনারা শিক্ষার্থীদের সহায়ক হয়ে কাজের মাধ্যমে প্রমাণ করুন ছাত্রলীগ সব সময় মানুষের উপকারে কাজ করে। র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সর্বাত্মক ভূমিকা পালন করার আহ্বান জানাই। 

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ডায়না চত্বর, ঝাল চত্বর, বটতলা প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। এ নির্যাতনে অভিযুক্ত পাঁচজনের স্থায়ী আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তি এখনো বাকি আছে। বুধবার এ সংক্রান্ত রিটের ওপর হাইকোর্টে শুনানি হবে।

রাকিব হোসেন/আরএআর