ডুসাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালীর (ডুসাব) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া মানে একটা বিশাল গৌরবের বিষয়। তোমরা যারা ঢাবিতে পড়ছ, সবাই যেন পড়াশোনা শেষে নিজ জনপদের কল্যাণে কাজ করতে পার। তিনি বিপদে-আপদে সংগঠনের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ডুসাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেলের অধ্যাপক ও বাঁশখালী সমিতির সভাপতি ডা. আলমগীর চৌধুরী। তিনি ডুসাবকে ঢাকাস্থ বাঁশখালী সমিতির অবিচ্ছেদ্য অংশ অবহিত করে বলেন, ঢাবিতে পড়ুয়া বাঁশখালীর ছাত্রছাত্রীরা চারদিকে এভাবে বিচরণ করছে, তা ডুসাবের ইফতারে না আসলে অজ্ঞাত থেকে যেত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাবের সভাপতি তালুকদার মো. ফোরকান। তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, সুপ্রিম কোর্টের আইনজীবী তারেক আব্দুল্লাহ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদসহ প্রমুখ।
উল্লেখ্য, বাঁশখালী থানা থেকে ঢাবিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৩০ জন।
এসআই/ওএফ