ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কোম্পানি ইন্টারটেক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আন্দ্রে ল্যাক্রোইক্স।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাবি ভিসির কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

এসময় ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ও ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এছাড়া আন্দ্রে ল্যাক্রোইক্সের উদ্ভাবিত বিজনেস মডেল নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান ঢাবিতে আসার জন্য আন্দ্রে ল্যাক্রোইক্সকে আন্তরিক ধন্যবাদ জানান। তার বক্তৃতা থেকে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরে আন্দ্রে ল্যাক্রোইক্স নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘লিডারশিপ মডেল’ বিষয়ে এক বক্তৃতা প্রদান করেন। এসময় তার রচিত ‘লিডারশিপ উইথ সোল’ শীর্ষক গ্রন্থের ব্যাপারে অভিজ্ঞতা বিনিময় করেন।

ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রিনিউরশীপ সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এইচআর/কেএ