চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শনিবার (২৮ এপ্রিল) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এতে অংশ নিতে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ১১টি সেবামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় গৃহীত সেই সেবাগুলো হলো–

১. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ স্থাপন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা।

২. পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর জন্য ক্যাম্পাসজুড়ে দিকনির্দেশনামূলক চিহ্ন ব্যবহৃত ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ।

৩. কলম, ফাইলসহ ভর্তি পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ।

৪. পরিবহন সুবিধা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কার্যক্রম চালু।

৫. ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা।

৬. ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার সুবিধা নিশ্চিত করা।

৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।

৮. পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থা।

৯. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে ‘অভিভাবক ছাউনি’র ব্যবস্থা করা।

১০. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা।

১১. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগের মাধ্যমে পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ মেধাভিত্তিক প্রশ্নফাঁস এবং জালিয়াতিমুক্তভাবে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিতের আহ্বান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একইসঙ্গে সুন্দর ও সুশৃঙ্খল ভর্তি পরীক্ষার আয়োজন সম্পন্ন করতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এইচআর/এসএম