জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাজু ইসলাম (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শনিবার (২৯ এপ্রিল) সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার নারিন্দায় একটি মেসে থাকতেন। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামপুর গ্রামে। পিতা আকতারুল ইসলামের বড় সন্তান ছিলেন রাজু। রাজু নারিন্দা কাঁচাবাজারে একটি ভবনের ৫ম তলায় মেসে থাকতেন। ঈদের ছুটি শেষে শনিবার তিনি ঢাকায় এসেছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর বিশেষ কারণ জানা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেই হাসপাতালে এসেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে। অস্বাভাবিক কোনো লক্ষণ পাওয়া যায়নি। হঠাৎ খিচুনি থেকে এ ঘটনা ঘটতে পারে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাজুর ফুফা শহিদুল ইসলাম বলেন, রাজু ভালো ছেলে ছিল। হঠাৎ এমন ঘটেছে। পরিবারের সবাই ভেঙে পড়েছে।

এদিকে রাজুর মৃত্যুতে শোকের মাতম বয়ে চলেছে বন্ধু মহলে। স্মৃতিচারণ করছেন সহপাঠীসহ শিক্ষকরাও।

এমএল/এমএ