নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষ্যে সোমবার (৮ মে) যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সকালে ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের পর আয়োজন করা হয় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির। এসব কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সেখ সাব্বির আহমেদ, অধ্যাপক ফারজানা ইসলাম, সহযোগী অধ্যাপক এনামুল কবির মিয়া এবং সহকারী অধ্যাপক সানিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বর্তমান সময়ে প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধের অধিকারী হয়েও গড়ে উঠতে হবে। আর্তমানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। যখন কেউ কোনো কারণে বিপদে পড়ে তখন তাদের মানবিক সহায়তা ও আশ্রয় প্রয়োজন হয়। শিক্ষার্থীরা যদি মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হয় তখন তারা এমন অবস্থায় নিজেদের সেবক হিসেবে উপস্থাপন করতে পারেন।

তিনি বলেন, শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে একজন সামাজিক কর্মী হিসেবে উন্নয়ন করবে। শিক্ষার্থীরা তাদের সমস্যার মধ্যে দৃষ্টিভঙ্গি স্থাপন করে এবং তাদের ব্যক্তিগত পরিস্থিতিতে সেবা প্রদান করে আগামীকালের জন্য আত্মনির্ভরশীল হতে পারেন।

এসব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দিয়ে উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম  মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও তাদের এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে এসব স্বেচ্ছাসেবী ও গঠনমূলক কার্যক্রমের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো দরকার। কেননা, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে সমৃদ্ধ শিক্ষার্থী প্রয়োজন।

আরএইচটি/এসএসএইচ/