ব্যানারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করেছে আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস।

রোববার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর মানিকনগরস্থ কলেজের ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।

নার্সিং পেশার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আন্তর্জাতিকভাবে প্রতি বছরের ১২ মে এ দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।

দিবসটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে কলেজের অধ্যক্ষ হালিমা আক্তার বলেন, নার্সিং একটি মহৎ পেশা। রোগীদের সেবার ওপর এ পেশায় পরম সফলতা নির্ভর করে। নার্সদের রোগীদের সেবার মানসিকতা থাকতে হবে। তা না হলে তিনি কখনো একজন ভালো ও দক্ষ নার্স হতে পারবেন না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এম এফ কে আল মান্নাহ, অধ্যাপক মুক্তি রীতা গমেজ, আন্তোনিয়া ডি কস্টা, সহযোগী অধ্যাপক বিলবকস বানু, প্রশাসনিক কর্মকর্তা এরশাদুল বারী প্রমুখ। 

এফকে