বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে শামুক পাওয়া গেছে। এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের সময় শামুক পান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ।

সাব্বির আহমেদ বলেন, দুপুরে ক্যাফেটেরিয়ায় খাবার খেতে গিয়ে ছোট মাছ নিই। খাওয়ার সময় এতে একটি শামুক দেখতে পাই। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের জানালে তারা বিষয়টি আমলে নিতে চাননি। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন মোটেও কাম্য নয়।

ক্যাফেটেরিয়ার তত্ত্বাবধায়ক তুহিন বলেন, খাবারে ভুলবশত একটি শামুক ছিল। এর আগে কখনও এমনটা হয়নি। আশা করি ভবিষ্যতে আর এমন হবে না।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক ওমর ফারুক বলেন, আমার কাছে কেউ শামুক পাওয়ার বিষয়ে অভিযোগ করেনি। আগে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত।

শিপন তালুকদার/এমজেইউ