বিজ্ঞানী গাওসিয়া ও সেঁজুতিকে অভিনন্দন জানাল ঢাবি
এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নেওয়া বাংলাদেশের দুই নারী বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ও বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক ও অণুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞাপন
সিনেট সদস্য, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা তার বক্তব্যে দুই নারী বিজ্ঞানীকে অভিনন্দন জানানোর প্রস্তাব দেন।
সিনেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রস্তাব গ্রহণ করে অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ও সেঁজুতি সাহাকে অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গবেষণায় অনবদ্য অবদান রাখা বিজ্ঞানীদের নিয়ে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ এই তালিকা তৈরি করেছে। এই সাময়িকী ২০১৬ সাল থেকে প্রতিবছর এশিয়ার শীর্ষ শত বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে আসছে। সম্প্রতি ২০২৩ সালের তালিকা প্রকাশ করে সাময়িকীটি। মোট ১৭টি ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে তারা।
এইচআর/কেএ