নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. ইয়াসির আরাফাত মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (৭ জুলাই) তার সহপাঠী সজিব খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরাফাত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামে।

ইয়াসির আরাফাতের চাচা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই আরাফাতের ফুসফুসে সমস্যা ছিল। বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকবার মেডিকেলে গিয়েছিল। তারপর বাসায় এসে ভারত ও ঢাকার পিজি হাসপাতালেও (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) গিয়েছিল। সেখানে বলেছিল নিউমোনিয়া হয়েছে। তারপর কিছুদিন ভালোই ছিল। ঈদের পরদিন থেকে বুকে ব্যথা শুরু হয়। গতকাল ওর অক্সিজেনের সমস্যা হওয়ায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শোকের ছায়া নেমেছে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করছেন।

তার মৃত্যুতে সহপাঠী সাইফুল বলেন, আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কাছের একজন বন্ধুকে এভাবে হারাব কল্পনাও করিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফায়েক উজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ক্লাস করতে পারেনি। আমরা বিশেষ বিবেচনায় তাকে পরীক্ষা দিতে দিয়েছিলাম। সে পড়ালেখায় ভালো ছিল।

তিনি আরও বলেন, তার এই মৃত্যু সত্যিই ভীষণ বেদনাদায়ক। তার মতো বাচ্চা তো আমারও আছে। আমি এটা মেনে নিতে পারছি না। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

জুবায়ের জিসান/এমজেইউ