ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফ্রেশার্স কুইজ-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ‘জ্ঞানের শিখায় দীপ্ত হোক প্রজ্ঞার তরবারি’ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু হল কুইজ ক্লাব আয়োজিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই ফ্রেশার্স কুইজ-২০২৩ ও এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আকরাম হোসেন ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দুটি সেগমেন্টে প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ নেন। ‘সলো কুইজে’ চ্যাম্পিয়ন হন- জগন্নাথ হলের শিক্ষার্থী শিমুল কুমার ভৌমিক, প্রথম রানারআপ হন- অমর একুশে হলের ফাহাদ আফজাল নিহাল এবং দ্বিতীয় রানারআপ হন সূর্যসেন হলের ইয়ামিন আদনান উৎসব।

অন্যদিকে টিম কুইজে প্রথম স্থান অধিকার করেন শহিদুল্লাহ হল টিম ‘আউট অব টাস’ প্রথম রানারআপ হন- বঙ্গবন্ধু ও রোকেয়া হলের সম্মিলিত টিম ‘Rannaissance’ এবং দ্বিতীয় রানারআপ হন- বঙ্গমাতা হল টিম ‘RSR Mohona’. 

প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আকরাম হোসেন অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যখন ছোট ছিলাম পত্রিকার পেজে ছোট ছোট কুইজ ছিল, যা আমরা উপভোগ করতাম। কিন্তু এখন সব উন্নত হয়েছে, সবাই ছবি দেখে প্রশ্ন না শুনেই উত্তর দিয়ে দিচ্ছিল, যা সত্যিই অসাধারণ। এই অবস্থায় সেন্সকে কীভাবে কাজে লাগায় বা কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে সেটাই এই কুইজ সোসাইটির শিক্ষা। কুইজ চিন্তাশক্তির বিকাশ ঘটায়। তোমরা এটাকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয় বরং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে দাও যেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ থেকে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে অংশগ্রহণ করার সুযোগ পায়। এসময় তিনি শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা ও ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখার আহ্বান জানান।

বঙ্গবন্ধু হল কুইজ ক্লাবের সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল কুইজ ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ আসিফ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে ঢাবি কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ড. রায়হান সরকার, বঙ্গবন্ধু কুইজ ক্লাবের মডারেটর এস এম তানজিল শাহ্, ঢাবি কুইজ সোসাইটির সভাপতি রিমন আল মাহাদী, ঢাবি কুইজ সোসাইটির সেক্রেটারি শোয়াইব রহমান, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, অর্ণব আজাদ, রাকিবুল ইসলাম ফেরদৌসসহ বিভিন্ন হল থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএম